চট্টগ্রামে ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযান শুরু মঙ্গলবার
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশেনা মেনে দ্বিতীয় দফা অভিযান শুরু করতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার সকালে এ অভিযান শুরু হতে যাচ্ছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জমির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘প্রথম পর্যায়ের অভিযান গত ২১ ডিসেম্বর শুরু হয় তা ৩১ জানুয়ারি পর্যন্ত চলেছিল। সে সময় ৭৭টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেগুলোর মধ্যে ২৫টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেছেন, ‘সাময়িক বিরতি দিয়ে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করতে যাচ্ছি।’
চট্টগ্রামে ৩০০ বেশি ছোট-বড় অবৈধ ইটভাটা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ১৪ ডিসেম্বর চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ।
‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ সংগঠনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের রিটের প্রেক্ষিতে এ নির্দেশ দেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও মো. মজিবর রহমান মিয়া।
এরপর গত ২১ ডিসেম্বর থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নামে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২১০৩ সংশোধিত (২০১৯) এর ৪ ধারা অনুসারে কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চলতে পারে না। আইন লঙ্ঘন করলে একই আইনের ১৪ ধারায় দুই বছরের সাজার বিধান আছে।
Comments