মুন্সিগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর খানকে (৫০) আটক করেছে পুলিশ।
murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর খানকে (৫০) আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাত ১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল ইমরান।

তিনি বলেছেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছিল। অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। নিহত পারুলের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পরিবার সূত্রে জানা গেছে, নিহত পারুল বেগম বরিশালের করিম বক্সের মেয়ে। আটক আলমগীর ঢাকা জেলার দোহার উপজেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারীর ছেলে। তারা মুন্সিগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় মালেক বেপারীর জায়গা ভাড়া নিয়ে সেখানে বাড়ি তৈরি করে বসবাস করছিল।

আলমগীর জালের কারখানায় চাকরি করতো। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই বছর আগে আলমগীরের সঙ্গে বিয়ে হয়েছিল পারুলের।

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

6h ago