সাভারে রোহান হত্যা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাভারের ব্যাংক কলোনি এলাকায় এসএসসি পরীক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে (১৮) হত্যার ঘটনায় ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের ব্যাংক কলোনি এলাকায় এসএসসি পরীক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে (১৮) হত্যার ঘটনায় ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে নিহতের বাবা সোবহান মিয়া বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘মামলার ২ ও ৩ নং আসামি হৃদয় ওরফে টিকটক হৃদয় (১৯) ও আসিফকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ডেইলি স্টারকে বলেছেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

মামলার সূত্রে জানা গেছে, স্থানীয় উলাইল এলাকার রোদেলা মডেল স্কুলের শিক্ষার্থী রোহানের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আসামিদের অনেকেই তার সহপাঠী ছিল।

বেশ কিছুদিন আগে আসামিদের সঙ্গে রোহানের কথা কাটাকাটি হয়। সে কারণে আসামিদের সঙ্গে রোহানের বিরোধে সৃষ্টি হয়। এরপর গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে মামলার ১২ ও ১৩ নং আসামি সিয়াম ও সুফিয়ান হৃদয় রোহানকে ডেকে নিয়ে ব্যাংক কলোনি এলাকায় এ্যালাইড ক্যাডেট স্কুলের সামনে একটি রেস্টুরেন্টে যায়।

সেখানে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে রোহানকে আঘাত করে। পরে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments