জুনে সিনেমার পর্দায় কপিল দেবের বিশ্বকাপ জয়ের গল্প
ভারতে বেশিরভাগ প্রেক্ষাগৃহে গত সপ্তাহে কোভিড ১৯-এর নানা বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপর থেকেই ধীরে ধীরে হলমুখী হতে শুরু করেছেন দর্শক। সামনে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বেশ কিছু বিগ বাজেটের নতুন সিনেমাও।
সেই তালিকায় আছে ‘৮৩’ নামের সিনেমাটি। এতে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবের জীবনী তুলে ধরা হয়েছে।
ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট শিগগিরই মুক্তি দিতে যাচ্ছে ‘৮৩’। এতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছন রনবীর সিং। তার বিপরীতে আছেন দীপিকা পাডুকোন। আগামী জুনেই মুক্তির কথা এই বায়োপিকের।
১৯৮৩ সালের ২৫ জুন কপিল দেবের নেতৃত্বে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে, সিনেমাটির পরিচালক কবির খান মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
Comments