পিরোজপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
তিন বছর আগে পিরোজপুরের ইন্দুরকানীতে চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম হাওলাদার রিপনকে (৪০) হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত মো. হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৪) রিপনের চাচাতো ভাই। তার বাড়ি ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামে।
আজ সোমবার দুপুরে পিরোজপুরের দায়রা জজ মো. মহিদুজ্জামান মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া আদালত সাজাপ্রাপ্তকে আরও ২০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, রিপনের (৪০) সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৮ সালের ১৮ নভেম্বর চন্ডিপুর বাজারে রিপনকে কুঠার দিয়ে এলোপাতারি কোপায় কাঞ্চন। এতে ঘটনাস্থলেই মারা যান রিপন। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে কাঞ্চনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে পরের বছর মার্চ মাসে কাঞ্চনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্দুরকানী থানার তৎকালীন উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম।
Comments