নাটোর ও পাবনায় ই-ট্রাফিক পদ্ধতি চালু

নাটোর ও পাবনায় চালু হয়েছে ই-ট্রাফিক ব্যবস্থা। ছবি: স্টার

সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মতো নাটোর ও পাবনাতে চালু হয়েছে ই-ট্রাফিক ব্যবস্থা।

ই-ট্রাফিক ব্যবস্থা চালুর মাধ্যমে সড়কে বেআইনি পরিবহন নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের কাজ অনেক সহজ হবে বলে জানিয়েছে দুই জেলার পুলিশ।

নাটোরে আজ সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ই-ট্রাফিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

এসময় তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষের হয়রানি কমাতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এতে আইন মানার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে।’

‘ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম চালু হলে হাতে লেখা মামলা বন্ধ হবে এবং পুলিশের অনিয়ম করার সুযোগ কমে আসবে। ভোগান্তি ছাড়াই মানুষ সেবা পাবে,’ বলেন তিনি।

এদিকে, পাবনা পুলিশ লাইন সংলগ্ন ট্রাফিক চত্বরে ডিজিটাল ই-ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

এসময় তিনি সাংবাদিকদের জানান, দেশের বিভাগীয় শহর ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারের ট্রাফিক আইন অনুযায়ী ইতিমধ্যে ডিজিটাল ই-ট্রাফিক পদ্ধতি চালু হয়েছে। এর অংশ হিসেবে জেলা শহরগুলোতে ডিজিটাল পদ্ধতিতে যানবাহন ও চালককে আইন অমান্য করার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক জরিমানা ও আদায় করা যাবে।

জেলা ট্রাফিক কর্মকর্তা (টিআই) আবু হেনা মোস্তফা নোমান জানান, সরকারের ট্রাফিক বিভাগের আইন অনুযায়ী, একজন চালকের লাইন্সেন না থাকলে পাঁচ হাজার টাকা, মটরসাইকেল চালকের হেলমেট না থাকলে তিন হাজার টাকা, পরিবহনের রেজিস্ট্রেশন না থাকলে ১০ হাজার টাকা, পরিবহনে অতিরিক্ত যাত্রী বহনে তিন হাজার টাকা জরিমানা আদায়ের আইন আছে।’

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago