মিয়ানমারের আকাশসীমায় নিরাপদ উড়োজাহাজ পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ: বেবিচক

মিয়ানমারের আকাশসীমা অতিক্রম করা উড়োজাহাজ পরিচালনা সুষ্ঠু ও নিরাপদ রাখতে পার্শ্ববর্তী দেশগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে বাংলাদেশ সমন্বয় করছে।

মিয়ানমারের আকাশসীমা অতিক্রম করা উড়োজাহাজ পরিচালনা সুষ্ঠু ও নিরাপদ রাখতে পার্শ্ববর্তী দেশগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে বাংলাদেশ সমন্বয় করছে।

আজ সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ থাকায় দেশটির আকাশসীমায় চলাচলকারী সব রুটের এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ আছে।

এ অবস্থায় মিয়ানমারের আকাশসীমা অতিক্রমকারী উড়োজাহাজগুলোর নিরাপত্তায় বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে পার্শ্ববর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সুষ্ঠু ও নিরাপদ এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস দেওয়ার বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comments