শীর্ষ খবর

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে প্রভাষকের মৃত্যু

খাগড়াছড়ি শহরের কলেজপাড়ায় অগ্নিকাণ্ডে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়ি শহরের কলেজপাড়ায় অগ্নিকাণ্ডে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাত ১২টার দিকে মাওশ্রীজিতা দেওয়ানের বাড়িতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদে বের হয়ে এলেও তিনি ভেতরে আটকা পড়েন।’

একই কথা জানান মাওশ্রীজিতার বাবা ম্যাকানজি দেওয়ান। তিনি বলেন, ‘চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় মাওশ্রীজিতা বের হতে পারেনি।’

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বাড়ির ভেতর থেকে পুড়ে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানা যায়নি।’

মোহাম্মদ রশিদ আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago