কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজার সদর উপজেলায় একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে সাতটি বস্তায় রাখা ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে চৌফলদন্ডী সেতুর কাছে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই জন হলেন— মো. ফারুক (৩৭) ও বাবু (৫৭)। গ্রেপ্তার বাবু মাছ ধরার ওই ট্রলারটির মালিক। তারা দুই জনই কক্সবাজারের বিমানবন্দর সড়কস্থ উত্তর নুনিয়াছড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন ‘গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার গভীর রাত থেকে কুরুশকুল ও চৌফলদন্ডীসহ কয়েকটি স্থানে অবস্থান নেয় পুলিশের দল। পরে আজ দুপুর ১টার দিকে চৌফলদন্ডী সেতুর কাছে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে সাতটি বস্তা থেকে ১৪০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা রয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
‘মাদকের এই বিশাল চালানের সঙ্গে একটি চক্র রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে দেশে এটিই সবচেয়ে বেশি পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা’, বলেন এসপি।
Comments