১১ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

কুড়িগ্রামের রৌমারীতে ২০১০ সালের একটি হত্যামামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাদুরচর ইউনিয়নের পাখিউড়া গ্রামের ছানোয়ার হো‌সেনকে (২৩) হত‌্যার দা‌য়ে দুলাল হো‌সেন (৩২)কে আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদ‌ণ্ডের আদেশ দেন কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে ২০১০ সালের একটি হত্যামামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাদুরচর ইউনিয়নের পাখিউড়া গ্রামের ছানোয়ার হো‌সেনকে (২৩) হত‌্যার দা‌য়ে দুলাল হো‌সেন (৩২)কে আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদ‌ণ্ডের আদেশ দেন কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।

এ সময় আসা‌মি আদালতে উপস্থিত ছিলেন বলে জজ আদালতের পাব‌লিক প্রসি‌কিউটর আব্রাহাম লিংকন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুলাল হো‌সেন রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের কোমরভাঙ্গী পাখিউড়া গ্রামের ফরজ আলীর ছে‌লে। নিহত ছা‌নোয়ার হো‌সেন একই গ্রামের দে‌লোয়ার হো‌সে‌নের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত ছা‌নোয়ার রৌমারী উপ‌জেলার সা‌য়েদাবাদ বাজা‌রে মোবাইল সা‌র্ভিসিং ও ক‌ম্পিউটার ক‌ম্পো‌জের ব‌্যবসা কর‌ত। ২০১০ সা‌লের ২১ ফেব্রুয়া‌রি রা‌তে দাওয়াত খাওয়া‌নোর কথা ব‌লে দুলাল হো‌সেন ছা‌নোয়ার‌কে নি‌য়ে পার্শ্ববর্তী বদরপুর গ্রামে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ক‌রে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২২ ফেব্রুয়ারি নিহ‌তের বাবা দো‌লোয়ার হো‌সেন রাজীবপুর থানায় দুলাল হোসেন ও তার ভাই সাইফুল ইসলাম ও বাবা ফরজ আলীসহ ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। দীর্ঘ প্রায় ১১ বছর মামলার বিচারাজ শে‌ষে আজ আদালত অভিযুক্ত দুলাল হো‌সেন‌কে দোষী সাব‌্যস্ত ক‌রে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। মামলার অপর আসা‌মি‌দের অপরাধ প্রমা‌ণিত না হওয়ায় আদালত তা‌দের খালাস দেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago