প্রকল্প বাস্তবায়নের মান নিয়ে প্রশ্ন ওঠার কারণ সঙ্গত: পরিকল্পনামন্ত্রী
প্রকল্প বাস্তবায়নের দক্ষতা ও মান নিয়ে প্রশ্ন ওঠার কারণকে সঙ্গত বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে আজ তার এই মনোভাবের কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের দক্ষতা ও মান নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে। ভ্যালু ফর মানি। কারণ টাকা আমার নয়, সরকারেও নয়। জনগণের টাকা।’ চলমান ও সমাপ্ত ৩০ টি প্রকল্পের উপর আজ আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন তৈরির কাজ শুরুর আগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘জনগণ আমাদের টাকা দিয়েছে তার কষ্টার্জিত আয় থেকে। তার সদ্ব্যবহার করতে হবে। আমরা নিরপেক্ষ ও নিষ্ঠুর পর্যালোচনা আশা করি। প্রধানমন্ত্রীও জানতে চান।’
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে প্রশংসা সূচক বক্তব্য রাখেন। এতে উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রশংসার মাত্রা না থাকলে অপ্রস্তুত লাগে। এসব কমিয়ে আনতে হবে।’
Comments