কাবুলে নিরাপদ পানি সরররাহে ভারত-আফগানিস্তান চুক্তি

ছবি: রয়টার্স ফাইল ফটো

কাবুলে নিরাপদ পানি সরবরাহের জন্য ভারতের সঙ্গে একটি সমাঝোতা চুক্তি করেছে আফগানিস্তান।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকের পর কাবুল নদী অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত-আফগানিস্তানের বন্ধুত্বের পথে কোনো বাহ্যিক শক্তি আসতে পারে না।

আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা ও দেশটিতে বেসামরিক নাগরিক এবং সাংবাদিকদের লক্ষ্য করে যে হামলা চালানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘ভারত ও আফগানিস্তান উভয়ই এই অঞ্চলটিকে চরমপন্থা ও সন্ত্রাসমুক্ত দেখতে চায়।’

প্রেসিডেন্ট গনি তার ভাষণে আফগানিস্তানের প্রতি ভারতের উন্নয়ন সহায়তার কথা উল্লেখ করেন।

শাহতুত বাঁধের সমঝোতা চুক্তিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও আফগান পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার সই করেছিলেন।

ভারত সরকার জানিয়েছে, প্রকল্পটি দেশ দুটির মধ্যে নতুন উন্নয়ন অংশীদারিত্বের একটি অংশ।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাহতুত বাঁধটি কাবুল শহরের বাসিন্দাদের নিরাপদ পানির চাহিদা পূরণ করবে। এর মাধ্যমে কাবুলের আশপাশের অঞ্চলে সেচের পানি সরবরাহ করা যাবে। এছাড়াও, এলাকাটিকে বন্যা থেকে রক্ষা ও বন্যা ব্যবস্থাপনার কাজে সহায়তা করবে এবং ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে।’

শাহতুত বাঁধটি আফগানিস্তানে ভারতের নির্মিত দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এর আগে ২০১৬ সালের জুনে নরেন্দ্র মোদি ও আশরাফ গণি ভারত-আফগানিস্তান মৈত্রী ড্যাম (সালমা বাঁধ) উদ্বোধন করেন।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

Health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

7h ago