কক্সবাজার পুলিশের তালিকায় ৮০ মাদক চোরাচালানি
কক্সবাজার এবং আশপাশের এলাকার ৮০ জন মাদক চোরাচালানির তালিকা করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, ওই ৮০ জনকে নজরদারিতে রাখা হয়েছে। তালিকার সূত্র ধরে অভিযান চালানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার কক্সবাজারে প্রায় ১৮ লাখ ইয়াবা চালান জব্দের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। জেলা পুলিশ সুপার বলেন, ‘মাদকে যারা জড়িত, যারা বিনিয়োগকারী এবং পৃষ্ঠপোষক তাদের শেকড় যতই গভীর হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। কক্সবাজার জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। বড় বড় মাদক কারবারিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবে। এখন প্রতিনিয়ত ইয়াবা কারবারির পরিবর্তন হচ্ছে। ভিন্ন ভিন্ন কৌশলে ইয়াবায় সংযুক্ত হচ্ছে। মাদকের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ নজরদারিতে রেখেছি। তার জন্য গোয়েন্দা ইউনিট কাজ করছে।’
গতকাল মঙ্গলবার কক্সবাজার সদরের চৌফলদন্ডী সেতু সংলগ্ন নদী থেকে এবং জেকা শহরের উত্তর নুনিয়াছড়া এলাকা থেকে দুটি অভিযানে প্রায় ১৮ লাখ ইয়াবা জব্দ করা হয়। অপর আরেকটি অভিযানে দুই বস্তায় প্রায় পৌণে দুই কোটি নগদ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ইয়াবা পাচারকারি চক্রের পাঁচ সদস্যকে।
Comments