নারায়ণগঞ্জে শ্রমিকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মজিবুর রহমান (৪৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত মজিবুর ইলুমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। তিনি পাওয়ার লুমে শ্রমিক হিসেবে কাজ করতেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমান নিখোঁজ ছিলেন। কিন্তু, থানায় অভিযোগ দেওয়ার আগেই মরদেহ পাওয়া যায়। হত্যার রহস্য বের করতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
Comments