ম্যান সিটির টানা জয়ের রেকর্ডে গর্বিত গার্দিওলা

guardiola
ছবি: টুইটার

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচে জিতেছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ স্তরের আর কোনো ক্লাবের নেই এমন কীর্তি। নতুন রেকর্ড গড়ার পর তাই গর্বিত অনুভব করার কথা জানিয়েছেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।

বুধবার রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে সোয়ানসি সিটিকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধে কাইল ওয়াকারের লক্ষ্যভেদে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির পর ব্যবধান বাড়ান রহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস। একপেশে লড়াইয়ের শেষদিকে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মর্গান হুইটেকার।

১৯৮৭ সালে আর্সেনাল ও ১৮৯১-৯২ মৌসুমে প্রিস্টন নর্থ এন্ড সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতেছিল। দল দুটির রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে গার্দিওলার শিষ্যরা। তাদের অপ্রতিরোধ্য যাত্রার শুরুটা হয়েছিল গত বছরের ১৯ ডিসেম্বর। ওই ম্যাচে সাউদাম্পটনের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।

ম্যাচের পর স্প্যানিশ কোচ গার্দিওলার কণ্ঠে ঝরেছে তৃপ্তি, ‘বহু বছর আগের এই রেকর্ড ভাঙতে পারায় আমরা খুবই আনন্দিত ও খুবই খুশি। এটা আমরা অস্বীকার করতে পারব না। আর রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’

‘আধুনিক যুগে টানা ১৫ ম্যাচে জেতা মোটেও সহজ নয়। আমরা আমাদের ক্লাবের জন্য ভীষণ খুশি।’

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে তাদের অর্জন ৫০ পয়েন্ট। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তারা সবশেষ হেরেছিল গত নম্ভেম্বরে। লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে তারা পরাস্ত হয়েছিল ২-০ গোলে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

8h ago