নারায়ণগঞ্জে পোশাক চোর চক্রের ৮ সদস্য আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সংঘবদ্ধ তৈরি পোশাক চোর চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ তাদের থেকে কয়েক হাজার তৈরি পোশাক উদ্ধার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত তৈরি পোশাকের রপ্তানি মূল্য প্রায় এক কোটি টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে র্যাব-১১-এর একটি টিম ভোর সাড়ে ৪টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেডের ফ্যাক্টরিতে অভিযান চালায়। সেখানে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান থেকে পোশাক চোর চক্রের আটর সদস্যকে আটক করা হয়। এসময় কয়েক হাজার পিছ তৈরি পোশাক উদ্ধার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত তৈরি পোশাকের রপ্তানি মূল্য প্রায় এক কোটি টাকা।’
আটকরা হলেন- লিটন (২০), দুলাল (৩৫), লোকমান চৌকিদার (৪০), আলাউদ্দিন (৩১), শাকিল (১৮), মোস্তফা (৪১), মিনহাজ আহম্মেদ (৩৫) ও রুবেল (২৪)।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। এ চোরাইচক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
Comments