সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পরাজিত কাউন্সিলর প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের ছেলেও আছেন। এ নিয়ে এই হত্যার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- পরাজিত কাউন্সিলর প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০), মো. রতন (২২)। তারা দুজনই এই মামলার এজাহারভুক্ত আসামি।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে সিরাজগঞ্জ পুলিশ জেলা সদরের ফকিরতলা এলাকা থেকে এই দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে আজ জেল-হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান।’

গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফা নির্বাচনে সিরাজগঞ্জের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তরিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর আনন্দ মিছিল করছিলেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিজয়ী তরিকুল আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন রাতে কাউন্সিলর তারিকুলের ছেলে ইকরামুল হোসেন হৃদয় বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয় তরিকুলের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনকে। মামলায় ৩২ জন নামিক আসামি আছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

ঘটনার পর থেকে আসামিরা বিভিন্ন এলাকায় পালিয়ে আছে। তাই তাদের গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব শিগগির আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’ৎ

আরও পড়ুন:

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে সদ্য বিজয়ী কাউন্সিলর নিহত

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা: ঢাকায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সিলরকে হত্যা: পুলিশের তদন্ত কমিটি গঠন

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

3h ago