কেডিএস টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্টসহ ৮ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা
পরিবেশ দূষণের দায়ে কেডিএস টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্টসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট চার লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম মহানগরীর পরিবেশ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ হালিশহরের হাইডেলবার্গ সিমেন্ট কারখানাকে বায়ু দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাসিরাবাদের কেডিএস টেক্সটাইলকে ইটিপি বন্ধ রাখার জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বায়জিদ স্টিলকে বায়ু দূষণের দায়ে ৫০ হাজার টাকা ও শব্দ দূষণের দায়ে স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, বিভিন্ন অভিযোগে তৈয়ব ডেইরি ফার্মকে ১৫ হাজার টাকা, সিন্থেটিক ন্যাচারাল অ্যাডহেসিভকে ৫০ হাজার টাকা, ন্যাচারাল অ্যাক্সেসরিজকে ৫৫ হাজার ও এমজেএল বাংলাদেশ লিমিটেডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Comments