চুরির টাকা ও স্বর্ণালংকার খুঁজতে এসে মিলল মরদেহ, আটক ১
রাজধানীতে ওয়ারী থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ওয়ারীর কে এম দাশ লেনের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মরদেহটি সজীব হাসান (৩৫) নামে এক ব্যক্তির বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারী জোনের পুলিশের সহকারী কমিশনার হান্নানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আটককৃত নারী শাহনাজ পারভীনের সঙ্গে সজিবের সম্পর্ক ছিল। তারা কে এম দাশ লেনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন।
শাহনাজের বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে ওই নারী ও সজিবের মধ্যে তর্ক হয়। এ সময়, সজীব এক পর্যায়ে ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করলে, শাহনাজ তাকে ধরে ফেলে এবং সজিবকে ছুরিকাঘাত করে। এতে সজিব মারা যায়।
তিনি বলেন, 'আমরা হত্যার ঘটনার তদন্ত করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'
বাড়ির মালিক নার্গিস বেগম দ্য ডেইলি স্টারকে জানান, প্রায় ছয় বছর আগে সজীব ও শাহনাজ চার তলায় একটি রুম ভাড়া নিয়েছিলেন। আজ সকালে ওয়ারী থানা থেকে চার জন পুলিশ সদস্য বাসায় এসে জানায়, তারা এক নারীকে খুঁজতে এসেছে। সে টাকা ও স্বর্ণালংকার নিয়ে তার স্বামীর বাড়ি থেকে পালিয়েছে। তার মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ সেখানে এসেছে।
তখন বাড়িওয়ালাসহ চার তলার শাহনাজের কক্ষে পুলিশ প্রবেশ করে তাকে টুকরো করা মরদেহের পাশে দেখতে পায় বলে জানান নার্গিস বেগম।
Comments