বিহারিদের পুনর্বাসনের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের কাছে স্মারকলিপি দেন ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ ও উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু। ছবি: সংগৃহীত

গৃহহীন বিহারিদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

এর আগে আজ বৃহস্পতিবার মিরপুরে বিহারিদের ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে ও গৃহহীন বিহারিদের পুনর্বাসনের দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় বিহারিদের পাঁচটি সংগঠন।

সংগঠনগুলোর পক্ষে স্মারকলিপি দেন ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ ও উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু।

স্মারকলিপি দেওয়ার পর মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদের বলেছেন, “প্রধানমন্ত্রী অনেক আগেই বিহারিদের পুনর্বাসনের জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তবে পুনর্বাসনের আগে ক্যাম্প উচ্ছেদ করা ঠিক হয়নি। আপনারা কোনো ঝামেলায় যাবেন না। এখন যারা ঘর-বাড়ি হারিয়ে ফেলেছেন তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।”’

আজ সকাল ১১টায় মিরপুরে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত আদালত অবমাননাকারীদের শাস্তি, উচ্ছেদ অভিযানে গৃহহীনদের পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থার দাবিতে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, মুহাজির ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট ও নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধনে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী হাজার হাজার গৃহহীনদের বাড়ি উপহার দিয়েছেন। সেদিনই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো উর্দুভাষীকে গৃহহীন করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের এই ক্যাম্পগুলোতে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নুসহ শতাধিক প্রভাবশালীদের প্লট আছে। উচ্ছেদ অভিযানের পরপরই এই প্লটগুলোর বেশ কিছু জায়গা দখল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন পল্লবীতে বিহারি-বাঙ্গালী দাঙ্গা করানোর ষড়যন্ত্র করা হচ্ছে। রাস্তা অবমুক্ত করার দাবিতে আন্দোলন করছেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল। তিনি নিজেও বহু মানুষের ঘর-বাড়ি দখল করেছেন। এখন সাধারণ জনগণের নামে আন্দোলন করে বিহারিদের ক্যাম্প দখলের চেষ্টা করছেন। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিত অভিযোগ দিয়েছি। তার সঙ্গে সাক্ষাতের অনুমতিও চেয়েছি। আমি উর্দুভাষীদের সঙ্গে হওয়া অত্যাচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার দাবি করছি।’

ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ‘আগামী ২ মে পর্যন্ত আপিল বিভাগের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও অবৈধভাবে আমাদের ক্যাম্পের ঘর-বাড়ি ভাঙচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িতদের শাস্তি ও গৃহহীন হওয়া উর্দুভাষীদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের এই মন্ত্রণালয়ের কাজ। তাদেরও পুনর্বাসন করা হবে।’

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

Meanwhile, the interim government has sounded a stern warning against the Awami League taking to the street

35m ago