মানিকগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা,২ মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে উপজেলার কৌড়ি এলাকায় মানিকগঞ্জ-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২) নিহত হন। তারা মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। কৌড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
Comments