পরমাণু চুক্তিতে ইরান-যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার চেষ্টায় কাতার

ইরান সঙ্গে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তিটি আবার কার্যকর করতে কাজ করছে কাতার।
Iran nuclear
ছবি: এএফপি ফাইল ফটো

ইরান সঙ্গে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তিটি আবার কার্যকর করতে কাজ করছে কাতার।

আজ শুক্রবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে কাতারের সুসম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশটি ২০১৫ সালে সই করা পরমাণু চুক্তিটিতে বৈরী দেশ দুটোকে ফিরিয়ে আনতে কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ‘রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় পরমাণু চুক্তিতে ফিরে আসার মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা কমাতে কাতার কাজ করছে।’

এ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার আলোচনা করছে বলেও তিনি জানিয়েছেন।

২০১৮ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর কঠোর অবরোধ আরোপ করলে উপসাগরীয় দেশটি চুক্তির কিছু শর্ত মেনে চলতে অস্বীকৃতি জানায়।

গত জানুয়ারিতে ইরান ঘোষণা দেয়, তারা ইউরেনিয়াম ৩ দশমিক ৬৭ শতাংশ সমৃদ্ধকরণের শর্ত থেকে সরে এসে তা ২০ শতাংশে উন্নীত করেছে।

বাইডেন প্রশাসন পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও ইরানকে চুক্তিটি পুরোপুরি মেনে চলার শর্ত দিয়েছে। জবাবে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত জুনে আল মনিটরকে যুক্তরাষ্ট্রে কাতারের রাষ্ট্রদূত মেশাল আল-থানি বলেছেন, ইরানের সঙ্গে কাতারের ভৌগলিক নৈকট্য ও একই গ্যাস খনি দুই দেশের অংশে থাকায় প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে থাকায় তাকে মিত্র দেশ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন:

ইরানের আটককৃত ১ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করছে

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, উপসাগর থেকে সরে গেল মার্কিন রণতরী

ইরান পরমাণু বোমা বানানোর কত কাছে?

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago