ভারত বায়োটেক ও সিনোফার্মের ভ্যাকসিন আমদানি করতে চায় ইরান
ভারত বায়োটেক ও সিনোফার্মের করোনা টিকা আমদানির বিষয়ে ভাবছে ইরান। আজ শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, ইরানে রাশিয়ান স্পুটনিক ফাইভ ভ্যাকসিন আমদানি ও যৌথভাবে উত্পাদনের বিষয়টি আমলে নিয়েই ভারত ও চীন থেকে টিকা আমদানির কথা ভাবা হচ্ছে।
দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) মুখপাত্র কিয়ানুশ জাহানপুর শুক্রবার বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তেহরান ভারতের ভারত বায়োটেক ও চীনের সিনোফার্মের ভ্যাকসিন আমদানির কথা বিবেচনা করেছে।’
তিনি জানান, সিনোফার্ম তাদের ভ্যাকসিনের বেশিরভাগ কাগজপত্র পাঠিয়েছে এবং এটি আইএফডিএ’র অনুমোদনের অপেক্ষায় আছে।
তিনি আরও জানান, ইরানে একটি বা দুটি বিদেশি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।
গত ৪ ফেব্রুয়ারি রাশিয়া থেকে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছায় ইরানে। আর ৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সীমিত আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ভ্যাকসিন আমদানির পাশাপাশি নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন উৎপাদনেরও চেষ্টা করে যাচ্ছে।
গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকী বলেন, দেশটি দুই থেকে তিন মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের উত্পাদন ও রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
ইরান প্রথম থেকেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করা কোনো ভ্যাকসিন আমদানির বিষয়ে জোর দিয়েছিল বলে জানান মন্ত্রী।
Comments