পটিয়া পৌর নির্বাচন: দোকানে অগ্নিসংযোগ, ‘কাউন্সিলর প্রার্থীর ভাই’ খুন

চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১টার দিকে পটিয়ার গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নিহত ব্যক্তি হলেন— ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ (৪৫)।
তারা আরও বলেন, কয়েক জন ব্যক্তি কেন্দ্রের পাশে একটি দোকানে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।’
এদিকে পটিয়া ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আজ সকালে মাজার জিয়ারতে গিয়ে আব্দুল খালেক নিখোঁজ হয়েছেন। তারা আশঙ্কা করছেন, খালেককে প্রতিপক্ষের লোকজন অপহরণ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘পুলিশ আব্দুল খালেককে খুঁজে বের করার চেষ্টা করছে।’
Comments