সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিক শিহাব আহমেদ।
আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের এনায়েতনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা বলে জানান অভিযোগকারী।
সাংবাদিক শিহাব আহমেদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানে হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসব উদ্ধার করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন অফিস থেকে প্রেসকার্ড নিয়ে একটি কেন্দ্রে সংবাদ সংগ্রহ করছিলাম। ওই কেন্দ্রের প্রবেশপথে বহিরাগত একদল যুবক ভোটারদের ওপর চাপ প্রয়োগ করছিল। একপর্যায়ে তাদের এ ঘটনা ভিডিও করতে চাইলে তারা হাত থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্য একটি ক্যামেরায় এ ঘটনার ধারণকৃত ভিডিও দেখে জেনেছি, তারা কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমানের পক্ষের বহিরাগত সমর্থক।’
তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। আমি এসবের সঙ্গে জড়িত নই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments