আরও ২ হাজার ১০ রোহিঙ্গা ভাসানচরে

চতুর্থ দফায় আরও দুই হাজার ১০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে তারা ভাসানচরে পৌঁছান।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেন। রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার পুরো বিষয়টি তদারকি করছে নৌবাহিনী।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ছিলেন আমির হোসেন (৫৫)। আজ তিনি ভাসানচরে গেছেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমার ছোট ভাই আগেই ভাসানচরে গেছে। তার কাছ থেকে শুনেছি সব দিক থেকে ক্যাম্পের চেয়ে ভাসানচরের পরিবেশ ভালো, তাই আমিও সেখানে যাচ্ছি।’
২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জনকে স্থানান্তর করা হয়। আর চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয় ৩ হাজার ২৪২ জনকে।
Comments