খেলা

খেলাধুলাতে জয়-পরাজয় থাকবে, ভাবার কিছু নেই: সাকিব

সাকিব আল হাসান এতটা অস্থির বা হতাশ নন। চোটের কারণে খেলতে না পারা এই তারকা এই হারকে নিচ্ছেন স্বাভাবিকভাবে।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

সেরা কজন তারকা ছাড়া খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশের জোর ধাক্কা লেগেছে বাংলাদেশের ক্রিকেটে। হারের পর অধিনায়ক মুমিনুল হক বলছেন, ২০ বছরে দেশের ক্রিকেটে ওইভাবে উন্নতি হয়নি। বোর্ড প্রধান নাজমুল হাসান ‘এভাবে চলতে দেওয়া যায় না’ বলে হুশিয়ার করেছেন। তবে সাকিব আল হাসান এতটা অস্থির বা হতাশ নন। চোটের কারণে খেলতে না পারা এই তারকা এই হারকে নিচ্ছেন স্বাভাবিকভাবে।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে হারতে হয় ৩ উইকেটে। বাংলাদেশকে হারাতে ক্যারিবিয়ানদের অনভিজ্ঞ ক্রিকেটাররাই রেখেছেন বড় অবদান।

‘ফ্রেন্ডশিপ’ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ‘ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ নামের একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির ছিলেন এই তারকা।

সাকিব যেখানে আছেন সেখানে ক্রিকেট নিয়ে কথা হওয়াটা স্বাভাবিক। সাকিবকেও মেটাতে হয়েছে সেই আবদার। তিনি মনে করেন এই হারকে দেখা উচিত ক্রীড়াসুলভ দৃষ্টিতে। এতেই সব প্রশ্নবিদ্ধ হয়ে যায়নি বলে মত তার,  ‘আজ ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে….।’

‘পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয় সকল খেলাধুলাতে জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

চট্টগ্রামে প্রথম টেস্টে ব্যাটিংয়ে ৬৮ রান করেছিলেন সাকিব। বল করতে গিয়ে পড়েন চোটে। উরুর সেই চোট তাকে ছিটকে দেয় টেস্ট সিরিজের বাকি অংশ থেকে। এর আগে ওয়ানডেতে ম্যন অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পেয়েছিলেন কুঁচকিতে টান।

কেবল এই টেস্ট সিরিজই না, সাকিবকে বাংলাদেশ পাচ্ছে না লম্বা সময়। তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে ছুটি নিয়েছেন তিনি। মার্চে নিউজিল্যান্ড সফরে তাই সাকিবকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

10h ago