স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক (বরখাস্ত) মো. আবদুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাতে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলা দুইটি দায়ের করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, আসামি মালেকের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ও তা ভোগ দখলে রাখার অপরাধে দুদক আইন-২০০৪’র ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
অপর মামলায় মালেক ও তার স্ত্রীকে আসামি করা হয়। এই মামলার অভিযোগে বলা হয়,মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ পারস্পরিক যোগসাজশে নার্গিসের ভোগদখলে রাখায় প্রত্যক্ষভাবে সহায়তা করায় তাদের বিরুদ্ধে দুদক আইন-২০০৪’র ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় একটি মামলাটি দায়ের করা হয়।
Comments