৪ কারণে মেসিকে কিনবে পিএসজি, ফরাসি গণমাধ্যমের বিশ্বাস

মৌসুম শেষেই নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিবেন লিওনেল মেসি। কদিন আগে এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেই বলেছেন এ আর্জেন্টাইন তারকা। মূলত বার্সেলোনার পরবর্তী প্রেসিডেন্টের পরিকল্পনা জেনেই হয়তো সিদ্ধান্ত নিবেন তিনি। সব ঠিক থাকলে হয়তো এ ক্লাবেই থেকে যাবেন অন্যথায় নতুন কোনো ক্লাবে তাকে দেখাও অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে ফুটবল অঙ্গনে অল্প কিছু ক্লাবের নামই ঘুরেফিরে আসছে। তার মধ্যে অন্যতম পিএসজি।
Messi
ছবি: টুইটার

মৌসুম শেষেই নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিবেন লিওনেল মেসি। কদিন আগে এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেই বলেছেন এ আর্জেন্টাইন তারকা। মূলত বার্সেলোনার পরবর্তী প্রেসিডেন্টের পরিকল্পনা জেনেই হয়তো সিদ্ধান্ত নিবেন তিনি। সব ঠিক থাকলে হয়তো এ ক্লাবেই থেকে যাবেন অন্যথায় নতুন কোনো ক্লাবে তাকে দেখাও অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে ফুটবল অঙ্গনে অল্প কিছু ক্লাবের নামই ঘুরেফিরে আসছে। তার মধ্যে অন্যতম পিএসজি।

আর মেসিকে কেনার আগ্রহের কথা কদিন আগে স্বীকারও করেছে ফরাসি ক্লাবটি। ক্লাবের বেশ কিছু খেলোয়াড় তো অনেকবারই বলেছেন। কিন্তু সবকিছুই গুঞ্জন আকারে উড়ছে। সব চিত্র পরিষ্কার হবে মৌসুম শেষেই। তবে ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিএসজিতেই যোগ দিতে যাচ্ছেন মেসি। কারণ তার উচ্চ বেতন এ ক্লাবটিরই দেওয়ার ক্ষমতা রয়েছে।

তবে হালের অন্যতম সেরা দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপেও খেলছেন পিএসজিতে। তারপরও মেসিকে কিনতে কেন আগ্রহী এ ক্লাবটি, এ নিয়ে আলোচনার শেষ নেই। তবে লা'কিপসহ বেশ কিছু সংবাদমাধ্যম এ বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছে। মূলত ৪টি কারণ উঠে আসছে সে দেশটির গণমাধ্যমে। ডেইলি স্টারের পাঠকদের জন্য সে কারণগুলো তুলে ধরা হলো- 

১. সে একজন ফ্রি এজেন্ট

চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে পিএসজির। আর এটাই পিএসজির জন্য বড় সুযোগ। কারণ তাকে দলে পেতে কোনো খরচই করতে হবে না তাদের। এর আগে মেসির ট্র্যান্সফার ফি দেওয়াটা তাদের জন্য অসম্ভব ছিল। তবে এ আর্জেন্টাইন তারকা একজন ফ্রি এজেন্ট

২. নেইমার তার সঙ্গে খেলতে চায়

২০১৭ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এক মৌসুম না যেতেই ক্লাবটিতে অসন্তুষ্ট হয়ে পড়েন এ ব্রাজিলিয়ান। তখন থেকেই মেসির সঙ্গে ফের খেলার জন্য উদগ্রীব হয়ে পড়েন তিনি। ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবারই বলেছেন এ কথা। গণমাধ্যমেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।

অবশ্য মূল পরিকল্পনা ছিল বার্সেলোনায় তাদের পুনর্মিলন। কিন্তু কাতালান ক্লাবে তা প্রায় অসম্ভব। কারণ নানা দেনায় জর্জরিত ক্লাবটি। নেইমারের ট্র্যান্সফার ফি প্রদানের ক্ষমতা কার্যত অসম্ভব তাদের জন্য। তাই পিএসজিতেই হতে পারে এ দুই তারকার পুনর্মিলন।

ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ ব্যাখ্যা করেছে, পিএসজির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে খেলতে আগ্রহী মেসি। এছাড়া জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেসের সঙ্গে একই তাঁবুতে খেলার ইচ্ছাও রয়েছে তার।  

৩. এটাই প্রথম আলোচনা নয়

পিএসজিতে মেসির যোগ দেওয়ার গুঞ্জন এটাই প্রথম নয়। এর আগেও অনেকবার হয়েছে। ২০১৭ সালে যখন নেইমারকে দলে টানে ফরাসির দল, তখন তাদের মূল লক্ষ্য ছিল মেসি। কিন্তু অনেক চেষ্টা করেও এ আর্জেন্টাইন তারকার মন গলাতে পারেনি তারা। তাছাড়া মেসির উচ্চ ট্র্যান্সফার ফি প্রদানের ক্ষমতাও ছিল না ক্লাবটির। অর্থাৎ, এটা স্পষ্ট মেসিকে পাওয়ার ইচ্ছা ক্লাবটির রয়েছে।

৪. দল ছাড়তে চান এমবাপে

আগামী ২০২২ সালের গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে হালের অন্যতম সেরা তারকা এমবাপের। এখন পর্যন্ত নতুন চুক্তির কোনো লক্ষণ নেই। গণমাধ্যমের খবর রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এ তরুণ। আর রিয়ালও তাকে পেতে মুখিয়ে আছে। তাই মেসিকে পেতে চেষ্টার কমতি রাখছে না দলটি।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

10h ago