ভ্যাকসিন নিবন্ধন: চট্টগ্রামে ৮৪৮৮২ জন

বন্দরনগরী চট্টগ্রামে করোনার ভ্যাকসিন পেতে ৮৪ হাজার ৮৮২ জন নিবন্ধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যারা নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে গতকাল সোমবার ৪৯ হাজার ৮৬৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১৫টি উপজেলা থেকে ৭৩ হাজার ৩০১ জন নিবন্ধন করেছেন, তাদের মধ্যে আজ ৪৬ হাজার ৫২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
প্রথম দফায় চট্টগ্রাম নগর ও উপজেলার জন্য চার লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ এসেছে। ইতোমধ্যে ৯৬ হাজার ৩৯০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও তিন লাখ ৫৯ হাজার ৬১০ ডোজ ভ্যাকসিন মজুদ আছে— বলেন ডা. সেখ ফজলে রাব্বি।
Comments