মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭
ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে মধ্যপ্রদেশের সিধি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সিধি জেলার বিভাগীর কমিশনার রাজেশ জায়েনের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের দিল্লি সংবাদদাতা বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজেশ জায়েন জানান, আজ সকালে যাত্রীবাহী বাসটি যাওয়ার পথে সিধি জেলার পাটনা গ্রামের একটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন নারী, ২০ জন পুরুষ ও এক শিশু রয়েছে।
‘দুর্ঘটনার পরই সাত যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। এখন পর্যন্ত বাসটির ৪৪ জন যাত্রীর মধ্যে ৪০ জনকে শনাক্ত করা গেছে’, বলেন তিনি।
Comments