অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম: পঞ্চগড়ে দুই পুলিশ সদস্য কারাগারে

পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রমের অভিযোগে পঞ্চগড় পুলিশ লাইন্সের কনস্টেবল ওমর ফারুক এবং সহকারী উপপরিদর্শক মোশারফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে আটক পুলিশ কনস্টেবল ওমর ফারুককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটকের ২২ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদের দুজনকে হাজির করা হলে বিচারক হুমায়ূন কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সকালে পঞ্চগড় থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করার অভিযোগে চার জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। বাকি দুই অভিযুক্ত হলেন পঞ্চগড় সদর উপজেলার আমিরুল ইসলাম এবং মাসুদ রানা। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার নথি অনুসারে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওমর ফারুক, মোশারফ ও মাসুদসহ চার জন সীমান্তের কাছে ভারতের একদল নাগরিকের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে ভারতীয়রা পুলিশ সদস্য ওমর ফারুককে ধরে মারধর করে এবং তাকে বিএসএফের হাতে সোপর্দ করে। এসময় অন্য দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন-
২২ ঘণ্টা পর কনস্টেবলকে ফেরত দিয়েছে বিএসএফ
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
Comments