হালদা নদীতে বালু উত্তোলনকারী ১৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ
চট্টগ্রামের হালদা নদী থেকে বালু উত্তোলনে নিয়োজিত অন্তত ১৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মহাজনের টেক এলাকা থেকে নৌকাগুলো জব্দ করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে তিনি আইডিএফ সদস্যদের (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং সেখানে বালু উত্তোলনকারী নৌকাগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সহায়ক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক জলাশয় হালদা রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত।
Comments