‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি ও ভিকারুননিসার শিক্ষার্থী

ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত ‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বাংলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আফসারা তাসনিম। ইংরেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মালিহা মমতাজ ঐশী।
আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় দ্য ডেইলি স্টার ও ডিবিসি নিউজ মিডিয়া পার্টনার ও কমিউনিটি পার্টনার হিসেবে ছিল প্রথম আলো বন্ধুসভা।
বাংলা বিভাগে প্রথম রানার আপ হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারসিয়া কাওসার চৌধুরী। ইংরেজি বিভাগে প্রথম রানার আপ হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইপ্সিতা কাজুড়ী।
বাংলাদেশি তরুণদের সৃজনশীলতা প্রদর্শন ও ‘স্বাধীনতা’ সম্পর্কে তাদের উপলব্ধির সুযোগ করে দেওয়া ছিল এ রচনা প্রতিযোগিতার উদ্দেশ্য। এতে সারাদেশ থেকে সহস্রাধিক লেখা জমা পড়েছিল। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি তরুণরাও এতে অংশ নেন।
উভয় বিভাগের চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে ল্যাপটপ পেয়েছেন। উভয় বিভাগের শীর্ষ তিনটি লেখা ভারত বিচিত্রায় প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments