কৃষিপণ্য আমদানি-রপ্তানির সনদ মিলবে অনলাইনে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে অনলাইনে পাওয়া যাবে কৃষিপণ্য আমদানি-রপ্তানির সনদ।
আজ মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘এই অটোমেশনের ফলে সেবাগ্রহীতারা দ্রুত সহজে সেবা পাবেন। সনদ গ্রহণে ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও রাজস্ব ফাঁকি বন্ধ হবে।’
এই অটোমেশন প্রক্রিয়ার অধীনে আছে পণ্যের জন্য ইমপোর্ট পারমিট সার্টিফিকেট, ফাইটো স্যানিটারি সার্টিফিকেট, রিলিজ অর্ডার সার্টিফিকেট, অ্যানকোরেজ সার্টিফিকেট সম্পর্কিত কার্যক্রম। অটোমেশন প্রক্রিয়ায় গ্রাহক অনলাইনে এসব সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া, নির্দিষ্ট নম্বর দিয়ে সার্টিফিকেটের সত্যতা যাচাইয়েরও সুযোগ আছে।
বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০টি বিভাগে প্রায় চার হাজার আমদানিকারক এবং রপ্তানিকারক আছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক ড. মো. আজহার আলী, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হোসনা ফেরদৌস সুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments