এবার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশে দারুণ এক টেস্ট সিরিজ জিতে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ এবার ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কাকে। মার্চ মাসে তিন সংস্করণের সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে লঙ্কানরা। করোনাভাইরাস পরিস্থিতির পর নিজেদের মাঠে এটাই হবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ।

করোনা স্থবিরতা কাটিয়ে ইংল্যান্ড সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিউজিল্যান্ড ও বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে তারা। তবে লম্বা সময় খেলা হয়নি ঘরের মাঠে। 

৩ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত  জৈব সুরক্ষিত বলয়ে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সবগুলো ম্যাচই হবে অ্যান্টিগার দুই মাঠে।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজের সূচি প্রকাশ করেছে। ৩, ৫ ও ৭ মার্চ কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজ দিয়েই চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।

১০, ১২ ও ১৪ মার্চ স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ মার্চ একই ভেন্যুতে প্রথম টেস্ট এবং ২৯ মার্চ হবে দ্বিতীয় টেস্ট।

সিরিজটি চূড়ান্ত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট জানান, দেশের মাঠেও ক্রিকেট ফেরাতে পারা তাদের জন্য বড় স্বস্তির, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সিরিজটি চূড়ান্ত হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির জন্য বেশ কিছু কৌশলগত ধাপ পার হতে হয়েছে। শ্রীলঙ্কান বোর্ডের সভাপতি শাম্মি সিলভাকে আমি ধন্যবাদ দেই, আইসিসি এফটিপির সফরকে সম্মান করার জন্য।’

সর্বশেষ সফরে বাংলাদেশে তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় সারির আনকোরা সব ক্রিকেটার নিয়ে ওয়ানডেতে তারা স্বাগতিকের কাছে হোয়াইটওয়াশ হয়। টেস্টেও নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ ছিলেন না সেরা একাদশের দুই-তিনজন। তবে টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তাক লাগিয়ে দেয় তারা। দুই টেস্টেই তুলে নেয় রোমাঞ্চকর জয়।

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago