ভ্যাকসিনের বয়স সীমা ৪০ বছরই থাকছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভ্যাকসিন দেওয়ার বয়স সীমা এখন ৪০ বছরই থাকছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকেদের এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু টিকাকেন্দ্রে ভীষণ ভিড় থাকায় যারা টিকা নিতে নিবন্ধন করেছেন তারা এখনো এসএমএস পাননি। কিন্তু, সবাই তা পর্যায়ক্রমে পাবেন।’
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ থেকে ২৫ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আগামী ২২ ফেব্রুয়ারি দেশে এসে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।
Comments