মেট্রোরেলের যাত্রা শুরু ১৬ ডিসেম্বর: পরিকল্পনামন্ত্রী
আগামী বিজয় দিবসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ বুধবার সকালে উত্তরার দিয়াবাড়ীতে দেশের প্রথম মেট্রোরেলের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরেই মেট্রোরেল চালু হবে বলে আশা করছি। কোভিড-১৯ এর কারণে কাজের ক্ষতি হলেও এখন দিন-রাত কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের ভাড়া নির্ধারণে একটি কমিটি কাজ করছে।’
পরিকল্পনামন্ত্রী জানান, মেট্রোরেলের মোট ২৪ সেট রেলের মধ্যে ইতোমধ্যে পাঁচ সেট চলে এসেছে। আগামী ২২ জুনের মধ্যে বাকিগুলোও চলে আসবে।
তিনি বলেন, ‘উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৯ কিলোমিটার এবং আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার লাইন। এর মধ্যে দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত রেললাইন বসানো হয়ে গেছে।’
‘২০২২ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত পুরো লাইনই চালু হবে। করোনা মহামারি না থাকলে এ বছরের মধ্যেই পুরোটা চালু করা যেত,’ যোগ করেন তিনি।
এসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘আগামী ২৩ এপ্রিল ট্রায়াল রান শুরু হবে। বিভিন্ন দেশে এটি তিন মাস থেকে এক বছর পর্যন্ত চলে। ট্রায়াল রানের পর আরও নিশ্চিতভাবে বলা যাবে কবে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে। আশা করছি সেটা জুলাই মাসে বলা যাবে।’
Comments