ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় ২ কনস্টেবল আহত
খাগড়াছড়ির পেরাছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আফসার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে বালু উত্তোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু কররে কনস্টেবল মেহেদী হাসান (২৪) ও মো. আল নোমান (২১) আহত হন।’
ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার।
তিনি বলেন, ‘ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালাই। সেখানে পৌঁছানোর পর হঠাৎ বালু উত্তোলনকারীরা আমাদের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে।’
‘আমরা ঘটনাস্থল থেকে একটি বালু বোঝাই মিনি ট্রাক জব্দ করেছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি,’ বরে যোগ করেন তিনি।
পুলিশ পরিদর্শক গোলাম আফসার জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
Comments