এটিএম শামসুজ্জামান আবারও হাসপাতালে

ATM Shamsuzzaman
এটিএম শামসুজ্জামান। ছবি: সংগৃহীত

স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল বুধবার। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

আজ বৃহস্পতিবার দুপুরে অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘বেশ কয়েকদিন ধরে আব্বার শরীরটা খারাপ। চিকিৎসক জানিয়েছেন আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে।’

‘তিনি বর্তমানে কেবিনেই আছেন,’ উল্লেখ করে কোয়েল আহমেদ আরও বলেছেন, ‘আজ আব্বার শ্বাসকষ্ট অনেকেটা কমেছে। অ্যাজমার কারণেই তার শ্বাসকষ্ট বেড়েছিল।’

বরেণ্য অভিনেতার জন্যে সবার দোয়া চেয়েছেন তিনি।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছিলেন ‘জলছবি’ সিনেমার জন্য।

অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক ১৯৬৫ সালে। এরপর ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনা আসেন।

২০০৯ সালে ‘এবাদত’ নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান।

১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান।

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা।

এছাড়াও, শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago