খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৩ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্টেশনের ১ নং প্লাটফর্মের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১ নং প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। এরপরে প্লাটফর্মের শেষ প্রান্তে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখা যায়। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’
Comments