আশাশুনিতে ট্রলারডুবি, ৫২ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া কপোতাক্ষ নদ সংলগ্ন খালে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ৫২ ঘণ্টা পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া কপোতাক্ষ নদ সংলগ্ন খালে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ৫২ ঘণ্টা পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাতক্ষীরার উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার ৫২ ঘণ্টা পর মাটি শ্রমিক বাবুর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ট্রলার ডুবির পর মঙ্গলবার থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছিল।’

এর আগে, গত মঙ্গলবার সকাল ছয়টার দিকে কপোতাক্ষ নদ সংলগ্ন খালে ট্রলার ডুবে তিন শ্রমিক নিখোঁজ হন।

নিহত বাবুর আলী আশাশুনি উপজেলার বকচর গ্রামের মুনজিল সরদারের ছেলে। এ ঘটনায় এখনো বকচর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও পুঁইজালা গ্রামের আব্দুল আজিজ (৩৫) নিখোঁজ আছেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, এ ঘটনায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্রলারে থাকা শ্রমিক বকচরা গ্রামের আফসার আলী গাজী ও আব্দুল্লাহ জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে কুড়িকাইনিয়ায় ভাঙন কবলিত বেড়িবাঁধের ক্লোজারের কাজে নিয়োজিত ১২ জন মাটি শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে ওপরে উঠতে পারলেও বাবুর আলী, শফিকুল ইসলাম ও আব্দুল আজিজ নিখোঁজ হন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

2h ago