ফরিদপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ফরিদপুরে কৃষক আছমত শেখকে (২৮) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- ফরিদপুর সদরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার জান্নাত শেখ (৩০) এবং শরীফুল ইসলাম সুমন (৩৪)। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ জুন সন্ধ্যা থেকে ২৪ জুন সকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন আছমত শেখ। পরে ২৪ জুন সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পশ্চিম গঙ্গাবর্দি গ্রামের একটি পাটখেত থেকে আছমতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
একইদিন নিহতে ছোটভাই হাসমত শেখ (২৯) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার জান্নাত শেখ ও শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তের দায়িত্বে ছিলেন ফরিদপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার। ২০১৭ সালের ২৬ আগস্ট তিনি জান্নাত ও শরিফুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দেন।
Comments