ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাবি, বিশ্বে ১৬৩৪তম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স-এর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়৷ তবে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ১৬৩৪তম অবস্থানে৷

সম্প্রতি ওয়েবমেট্রিকস-এর ওয়েবসাইটের প্রকাশিত তালিকার ১৮তম সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবমেট্রিকস-এর তালিকা অনুযায়ী, দেশের মধ্যে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান দ্বিতীয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭০২)। তৃতীয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২১৮১)। চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৩৫৭), পঞ্চম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৬৬২), ষষ্ঠ ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৬৬৪), সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৭২১), অষ্টম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৭৭৩), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৮০৩) এবং দশম অবস্থানে আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিশ্ব র‍্যাঙ্কিং ৩১০১)।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রকাশনা, গবেষকদের সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর ওয়েবমেট্রিকস তাদের ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে৷

ওয়েবমেট্রিকস-এর র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে কর্নেল ইউনিভার্সিটি, তৃতীয়তে জন হপকিন্স ইউনিভার্সিটি, চতুর্থতে ইয়েল ইউনিভার্সিটি, পঞ্চমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়াগো এবং ষষ্ঠ স্থানে ইউনিভার্সিটি অব টরন্টো৷

Comments

The Daily Star  | English
yunus meeting tarique rahman in london

Yunus-Tarique meeting set to begin shortly

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

12m ago