১১তম দিনে টিকা নিলেন আড়াই লাখের বেশি মানুষ

সারাদেশে মোট দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন আজ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন টিকা নিলেন।
ছবি: রাশেদ সুমন

সারাদেশে মোট দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন আজ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন টিকা নিলেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।

যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, আজ ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এ নিয়ে ঢাকা মহানগরে এ পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন টিকা নিলেন।

আজ ঢাকার ৪৬টি হাসপাতাল ও টিকাদানকেন্দ্রে ২১ হাজার ১৩১ জন পুরুষ ও ১১ হাজার ২৮১ জন নারী টিকা নিয়েছেন। এর মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সর্বোচ্চ দুই হাজার ৮৭০ জন এবং মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে সর্বনিম্ন ৮৭ জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকায় ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জন, রংপুরে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনায় ৩৪ হাজার ১৯৫ জন, বরিশালে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেটে মোট ১৫ হাজার ৩০০ জন টিকা নিয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয় গত ২৭ জানুয়ারি। আজ দেশব্যাপী টিকা কার্যক্রমের ১১তম দিন শেষ হলো।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago