ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মানববন্ধন করেছেন। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়৷
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘পৃথিবীতে কী এমন কোনো দেশ আছে, যেখানে শিক্ষার্থীরা কিছুদিন পর পর শ্রমিকদের হাতে মার খায়? অথচ বাংলাদেশে হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাতের বেলা শ্রমিকরা হামলা করেছে। আমরা আজ এখানে তার প্রতিবাদ ও তাদের শাস্তির দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রশ্ন হলো- শ্রমিকরা এতো সাহস কোথায় পেল?’
তিনি আরও বলেন, ‘আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের ইতিহাসে, ছাত্র সমাজের ইতিহাসে, সাম্প্রতিক সময়ে, কোটা সংস্কারের আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা হয়েছে। আজ পর্যন্ত এসবের কোনো বিচার হয়নি। আমরা দেখেছি একজন ছাত্র বাসের নিচে চাপা পড়ে মারা গেল, অথচ তখন শাহজাহান খানের অট্টহাসি দেখেছি।’
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন বলেন, ‘পরিবহন সেক্টরের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট প্রতিটি ঈদের সময়, উৎসবের সময় দেশের জনগণকে জিম্মি করে রাখে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পর সরকার ‘নিরাপদ সড়ক আইন’ করেছিল। অথচ পরিবহন শ্রমিকরা সরকার এবং বিচার বিভাগকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সারা দেশের জনগণকে জিম্মি করে ধর্মঘটে নেমেছিল। বিভিন্ন সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য যেসব আন্দোলন করেছে সেখানে পরিবহন শ্রমিকরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। সেই হামলার সর্বশেষ শিকার হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু, এখন পর্যন্ত আমরা হামলাকারীদের কাউকে গ্রেপ্তার হতে দেখিনি, কাউকে আইনের আওতায় আনতে দেখিনি। এজন্য আমরা প্রশাসনের প্রতি ধিক্কার জানাই।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে বরিশাল বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর যদি বরিশাল বিশ্বদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর পুনরায় কোনো হামলা কিংবা নির্যাতন চালায়, তাহলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।’
মানববন্ধন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন৷ এতে আরও বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান, মশিউর রহমান প্রমুখ৷
Comments