করোনা মোকাবিলা: দ. এশীয় দেশগুলোকে সাথে নিয়ে মোদির ৫ প্রস্তাব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্প ও একটি আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্সের চুক্তির প্রস্তাব দেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ফটো রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্প ও একটি আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্সের চুক্তির প্রস্তাব দেন তিনি।

আজ বৃহস্পতিবার আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের এক ভার্চুয়াল বৈঠকে মোদি এসব প্রস্তাব উপস্থাপন করেন বলে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন।

প্রস্তাবের মধ্যে আছে--জরুরি প্রয়োজনে আঞ্চলিক ভ্রমণের জন্য চিকিত্সক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্প, আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্স চুক্তি, এ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ, সংকলন ও বিশ্লেষণের জন্য আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি।

এ ছাড়া, তিনি ভবিষ্যতে মহামারি রোধে প্রযুক্তিনির্ভর মহামারি বিজ্ঞান প্রচলন এবং দেশগুলোর মধ্যে সফল জনস্বাস্থ্য নীতি ও পরিকল্পনা বিনিময়ের কথাও উল্লেখ করেন।

রয়টার্স জানায়, ভারতের প্রধানমন্ত্রী এ সময় বলেন, 'আমরা কি আমাদের জনগোষ্ঠীর মধ্যে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ, সংকলন ও বিশ্লেষণের জন্য একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারি?'

তিনি এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কেস স্টাডি হিসেবে ভারতের আয়ুষ্মান ভারত ও জন আরোগ্যের মতো স্বাস্থ্য প্রকল্পের কথা উল্লেখ করেন।

'এ ধরনের সহযোগিতা আমাদের মধ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এবং অন্যান্য অঞ্চলের জন্যও দিকনির্দেশনা হতে পারে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago