করোনা মোকাবিলা: দ. এশীয় দেশগুলোকে সাথে নিয়ে মোদির ৫ প্রস্তাব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্প ও একটি আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্সের চুক্তির প্রস্তাব দেন তিনি।
আজ বৃহস্পতিবার আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের এক ভার্চুয়াল বৈঠকে মোদি এসব প্রস্তাব উপস্থাপন করেন বলে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন।
প্রস্তাবের মধ্যে আছে--জরুরি প্রয়োজনে আঞ্চলিক ভ্রমণের জন্য চিকিত্সক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্প, আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্স চুক্তি, এ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ, সংকলন ও বিশ্লেষণের জন্য আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি।
এ ছাড়া, তিনি ভবিষ্যতে মহামারি রোধে প্রযুক্তিনির্ভর মহামারি বিজ্ঞান প্রচলন এবং দেশগুলোর মধ্যে সফল জনস্বাস্থ্য নীতি ও পরিকল্পনা বিনিময়ের কথাও উল্লেখ করেন।
রয়টার্স জানায়, ভারতের প্রধানমন্ত্রী এ সময় বলেন, 'আমরা কি আমাদের জনগোষ্ঠীর মধ্যে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ, সংকলন ও বিশ্লেষণের জন্য একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারি?'
তিনি এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কেস স্টাডি হিসেবে ভারতের আয়ুষ্মান ভারত ও জন আরোগ্যের মতো স্বাস্থ্য প্রকল্পের কথা উল্লেখ করেন।
'এ ধরনের সহযোগিতা আমাদের মধ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এবং অন্যান্য অঞ্চলের জন্যও দিকনির্দেশনা হতে পারে,' বলেন তিনি।
Comments