ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Iran nuclear
ছবি: এএফপি ফাইল ফটো

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে সই করা পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

আজ শুক্রবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, গতকাল ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইরানের পরমাণু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান তুলে ধরে বলেছেন, ইরান যদি চুক্তিটি পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটন আলোচনায় ফিরবে।

প্যারিসে চার জাতির বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান যদি চুক্তির সব শর্ত মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্রও তা মেনে চলবে।’

‘যুক্তরাষ্ট্র এ বিষয়ে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর উত্তরে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইটে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকেই প্রথম উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেছেন, চুক্তির প্রতি ইউরোপের তিন দেশ বা ইউরোপীয় ইউনিয়নকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে।

ইরানের ওপর বিগত ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

জারিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশ চুক্তি ভঙ্গ করায় ইরান চুক্তি থেকে সরে আসতে শুরু করেছে।… তারা যেমনটি করবে আমরাও তেমনটি করব।’

আজ অপর এক টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিনা শর্তে ট্রাম্পের চাপিয়ে দেওয়া সব অবরোধ-নিষেধাজ্ঞা তুলে নিলে এর সঙ্গে সঙ্গে আমাদের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া দরকার তা নেব।’

এর আগে তিনি যুক্তরাষ্ট্রসহ চুক্তিতে সই করা অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরানের বাধা নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন:

পরমাণু ‍চুক্তি থেকে আরও এক ধাপ সরে আসার ঘোষণা ইরানের

ইরান পরমাণু বোমা বানানোর কত কাছে?

ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চুক্তি ভেঙে অত্যাধুনিক মেশিন বসানোর পরিকল্পনা ইরানের

ইরান ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করছে

ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রতি মাসে ৯ কেজি উৎপাদনে সক্ষম

মাটির নিচে নিউক্লিয়ার প্লান্ট গড়ে তুলছে ইরান: আইএইএ

‘পরমাণু চুক্তি’ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আংশিক’ সরে দাঁড়াচ্ছে ইরান

আলোচনা নয়, এবার প্রতিরোধ: হাসান রুহানি

পরমাণু চুক্তি: নতুন আলোচনার প্রস্তাব ইরানের প্রত্যাখান

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

8h ago