মেসিকে মৌসুম শেষে পিএসজিতে দেখছেন রিভালদো

messi
ফাইল ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি আসর থেকে খালি হাতে ফেরার পথটা প্রায় তৈরি হয়ে গেছে বার্সেলোনার জন্য। শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠেই পিএসজির কাছে উড়ে গেছে দলটি। আর তখন থেকেই ফের আলোচনা লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে। নখদন্তহীন কাতালান দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন এ তারকা? না-কি নতুন কোনো দল খুঁজে নেবেন? তবে ক্লাবের সাবেক তারকা রিভালদো মেসির ভবিষ্যৎটা পিএসজিতেই দেখেছেন।

গত মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার জন্য প্রবল চেষ্টা করেছেন মেসি। কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বাঁধায় পেরে ওঠেননি। তবে এ মৌসুম শেষেই নিজের ভবিষ্যতের কথা জানাবেন লিওনেল মেসি। কদিন আগে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন এ আর্জেন্টাইন তারকা। মূলত বার্সেলোনার ভবিষ্যৎ প্রেসিডেন্টের পরিকল্পনা দেখে নেওয়ার জন্যই সময় নিয়েছিলেন তিনি। কিন্তু চেষ্টা করলেও ক্লাবকে আমূল পরিবর্তন করতে কতোটা পারবেন নতুন প্রেসিডেন্ট?

তাই মেসির বার্সা ছাড়ার গুঞ্জন বাড়ছেই। পিএসজির সঙ্গে ভরাডুবিই পথটা পরিষ্কার করে দিয়েছে বলে মনে করেন রিভালদো, 'পিএসজির বিপক্ষে এই বড় পরাজয় ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে পরিণত করেছে। তারা বড় ট্রফির জন্য সত্যিকারের লড়াই করতে মেসিকে দিতে পারেনি। ক্যাম্প ন্যুতে থাকার চেয়ে তার ভবিষ্যৎটা পিএসজিতেই দেখছি আমি। তারা এমন একটি দল শিরোপা জয়ের জন্য তাকে অনেক কিছুই দিতে পারবে।'

এছাড়া মৌসুমের শুরুতে লুইস সুয়ারেজকে দল থেকে বিদায় করে দেওয়ার ব্যাপারটাও বোধগম্য নয় কারো কাছে। এটাও অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ সুয়ারেজকে পেয়ে আরও শক্তিশালী হয়ে এখন লা লিগা জয়ের পথে অ্যাতলেতিকো মাদ্রিদ। তার প্রভাবটা মেসির দল বদলে পড়বে বলেই মনে করেন এ ব্রাজিলিয়ান, 'এবং সবকিছু আরও খারাপ করার জন্য এই মৌসুমে তার সেরা সতীর্থ লুইস সুয়ারেজকে ধারণাতীতভাবে বিদায় করে দিয়েছে। যার উপস্থিতিতে অ্যাতলেতিকো মাদ্রিদ কি-না আরও শক্তিশালী হয়েছে। সুয়ারেজের হাতে এখন পিচিচি...'

প্রথম লেগে ৪-১ গোলে পিছিয়ে থাকলেও এখন ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব নয়। কারণ ৪-০ গোলে পিছিয়ে থাকার পরও এই দলটির বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর বিরল উদাহরণ গড়েছিল মেসিরাই। কিন্তু তখন পরিস্থিতি ছিল ভিন্ন। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে হেরে এসে নিজেদের ঘরে ৬-১ গোলের জয় পেয়েছিল তারা। কিন্তু এবার হয়েছে উল্টো। তাই ঘুরে দাঁড়ানো অসম্ভব বলেই মনে করেন রিভালদো, 'দলের একজন খেলোয়াড়ও ফিরে আসার ব্যাপারে বিশ্বাস করে না। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব।'

আগামী জুনেই ৩৪ এ পা দিবেন মেসি। কিন্তু এখনও তরুণদের মতোই খেলে যাচ্ছেন তিনি। ছন্দে কোনো ঘাটতি নেই। যদিও আগের মতো গোল করার ক্ষেত্রে মনোযোগী নন তিনি। তার অন্যতম কারণ, জাভি-ইনিয়েস্তাদের মতো তাকে গোল দেওয়ার মতো যোগানদাতা নেই বললেই চলে। এ কাজটা এখন নিজেই করেন তিনি। সতীর্থদের দিয়ে গোল করানোটাই বেছে নিয়েছেন। তাই বয়সটা শেষের দিকে হলেও পিএসজির আগ্রহের কারণটাও বোঝেন রিভালদো, 'ত্রিশের পরেও মেসি দারুণ খেলে যাচ্ছে এবং সে এখনও দলের দায়িত্ব নেয়।'

Comments

The Daily Star  | English

Election delay anti-democratic, it goes against July-August spirit: Fakhrul

He said those who want to delay the election are certainly not pro-democratic or supporters of the July-August revolution

47m ago