আইপিএল নয়, রাবাদার কাছে দেশ আগে

আলোচনার শুরুটা সাকিব আল হাসানকে দিয়ে। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজে ছুটি নিয়েছেন দেশ সেরা এ অলরাউন্ডার। মূল উদ্দেশ্য ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলা। এ আনিয়ে আলোচনা-সমালোচনা চলছে দিনভর। একই দিনে ভিন্ন আলোচনায় দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার পেসার কাগিসো রাবাদা। আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি পছন্দ করেন এ পেসার।
ছবি: সংগৃহীত

আলোচনার শুরুটা সাকিব আল হাসানকে দিয়ে। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজে ছুটি নিয়েছেন দেশ সেরা এ অলরাউন্ডার। মূল উদ্দেশ্য ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলা। এ আনিয়ে আলোচনা-সমালোচনা চলছে দিনভর। একই দিনে ভিন্ন আলোচনায় দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার পেসার কাগিসো রাবাদা। আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি পছন্দ করেন এ পেসার।

কদিন আগেই পাকিস্তানে সিরিজ খেলে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফিরতি সিরিজটা আগামী এপ্রিলেই হওয়ার কথা। যদিও এখনও কোনো সময়-সূচি নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে। আর শেষ পর্যন্ত যদি ওই সময়ই হয় তাহলে আইপিএলের শুরু দিকে থাকতে পারবেন না রাবাদা। দিল্লি ক্যাপিটালস শুরুতে পাবে না প্রোটিয়া পেসারকে। আর এ নিয়ে কোনো আফসোসও নেই এ পেসারের।

২৫ বছর বয়সী এ প্রোটিয়া পেসার দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম আইওএলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার কাছে দেশ সবার আগে। আইপিএলের শুরুর সময়ে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করবো। ভারতে দিল্লি আমার ঘর, কিন্তু জাতীয় দলের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।'

অথচ আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রাবাদা। দিল্লির হয়ে ১৭ ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। দুটি ম্যাচে পেয়েছেন ৪টি করে উইকেট। এমন খেলোয়াড়কে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago